ঝুলন্ত লাশ উদ্ধার | প্রতীকী ছবি

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় শয়নঘর থেকে মা ও পাঁচ বছর বয়সী ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের লাশ ঘরের তিরের সঙ্গে ঝুলছিল। স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে তাঁদের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রোববার বিকেলে উপজেলার মাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। নিহত মায়ের নাম শান্তনা বেগম (২৮)। আর ছেলের নাম জিহাদ। শান্তনার স্বামী মোহাম্মদ আলী একজন দিনমজুর। লাশ উদ্ধারের সময় তাঁকেও থানায় আনা হয়েছে। শান্তনার বাবার বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায়।

শান্তনার স্বামী মোহাম্মদ আলী জানান, ঘটনার আগের দিন স্ত্রীর সঙ্গে তাঁর সামান্য ঝগড়া হয়েছিল। সকালে সব ভালো দেখে তিনি দুর্গাপুরে পেয়ারা খেতে কাজে গিয়েছিলেন। বিকেলে বাড়িতে ফিরে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না আসায় বাড়ির লোকজনকে নিয়ে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখেন, তাঁর স্ত্রী ও একমাত্র ছেলের লাশ ঘরের তিরের সঙ্গে ঝুলে আছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার রাত সাড়ে আটটার দিকে থানায় নিয়ে যায়।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, মা ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন। কাল সোমবার ময়নাতদন্ত করার জন্য মা-ছেলের লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটিত হবে।