নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রোববার রাতে শহরের সাহারা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নাটোর-২ আসনে নৌকার মনোনয়ন চাইবেন বলে জানান। তাঁর পাশে ছিলেন আরও পাঁচজন মনোনয়নপ্রত্যাশী  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে পাঁচজন মনোনয়নপ্রত্যাশীর সামনে নিজেকেও মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি পদে সম্প্রতি দায়িত্ব পাওয়া বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। গতকাল রোববার রাতে শহরের সাহারা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সাহারা কনভেনশন সেন্টারে গতকাল রাত ৮টার দিকে এ মতবিনিময় সভা শুরু হয়ে রাত প্রায় ১০টা পর্যন্ত চলে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সিরাজুল ইসলাম। এ সময় তাঁর পাশে বসে ছিলেন একই আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী এবং নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম মালেক শেখ ও চিত্তরঞ্জন সাহা।

এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ ও জেলা যুব মহিলা লীগের সম্পাদক শিল্পী খাতুন।

জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নাটোর-নলডাঙ্গাকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে চাই। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার মনোনয়ন চাইব। ইতিমধ্যে সরকারের উন্নয়ন প্রচারণায় আমি নিজেকে নিয়োজিত করেছি।’

আওয়ামী লীগ একটি প্রাচীন দল, তাই এখানে যোগ্য নেতার সংখ্যা বেশি বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্যসহ এখানে উপস্থিত আরও অনেকেই মনোনয়নপ্রত্যাশী। তাঁরা মাঠে কাজ করছেন। তবে এখানে আমরা যাঁরা আছি, তাঁরা প্রার্থীর পরিবর্তন চাই। আমাদের মধ্য থেকে নেত্রী যাঁকে ভালো মনে করবেন, তাঁকে মনোনয়ন দিলে আমরা তাঁর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘নেত্রীর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তিনি নাটোর সম্পর্কে সর্বদাই খোঁজখবর রাখেন। আমাদের প্রত্যাশা, তিনি এবার নৌকার প্রার্থী পরিবর্তন করবেন।’

সংসদ সদস্য শফিকুল ইসলাম ছাড়া জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা–কর্মী ঐক্যবদ্ধ জানিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ‘সংসদ সদস্য আমাদের দলীয় ফোরামে আসেন না। তাই দলের স্বার্থে আমরা আসন্ন নির্বাচনে প্রার্থীর পরিবর্তন চাই।’