রাজধানীর বনানীতে একটি দুর্গাপূজার মণ্ডপে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তব্য দেন | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বেশি আপন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে। কিন্তু এ দেশে বঙ্গবন্ধু, এরপর তাঁর কন্যা শেখ হাসিনা; এঁদের চেয়ে অন্য কেউ আপনাদের বেশি আপনজন, এটা আমি মনে করি না। আপনাদের সব দুঃখ–কষ্টে শেখ হাসিনার উদ্বেগ, বিচলিত হওয়া ও সহানুভূতিশীল হওয়ার যে মানসিকতা, সেটা আমরা খুব কাছ থেকে অনুভব করি।’

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অভিন্ন শত্রু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা। এই শত্রুকে রুখতে হবে। সে জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকব।’

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবার দেবী ঘোড়ায় আসবেন, ঘোড়ায় বিদায় নেবেন। হিন্দুশাস্ত্রমতে, দেবীর আগমন ও বিদায় একই বাহনে হলে অশান্তির বার্তা দেয়।

এবার একটা বিশেষ পরিস্থিতি এবং সারা বিশ্বেই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার দেবী ঘোটকে আসবেন, ঘোটকে যাবেন। এখানে অশান্তির, অস্থিরতার আভাস আছে। আজকে বিশ্ব পরিস্থিতি অশান্তির, অস্থিরতার। কাজেই আপনারা বেশি করে দেবীর বন্দনা করবেন। যাতে করে এই অশান্তি ও অস্থিরতা থেকে বিশ্ব ও দেশ মুক্ত হয়।

বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তাধারাকে বাঁচাতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে রামেন্দু মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।