বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ‌দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সিলেট: আওয়ামী লীগ বাংলাদেশে খাল কেটে কুমির আনবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আমাদের দেশের অভ্যন্তরে যদি কারও কোনো ভুল–বোঝাবুঝি থাকে, এর সমাধান আমরাই করব। অন্য কাউকে দাওয়াত দিয়ে ডেকে এনে, একধরনের কথা আছে খাল কেটে কুমির আনা। বাংলাদেশে খাল কেটে কুমির আনবে না আওয়ামী লীগ।’

শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘অনেক বাধাবিপত্তি অতিক্রম করে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অনেকে আমাদের সঙ্গে ছিল না। ওদের প্রতি এখন আমাদের ক্ষোভ রাগ নাই। যা হওয়ার হয়ে গেছে। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে, আমাদের নেতৃত্বে সংবিধানের আওতায় চালাব।’

গণতন্ত্রচর্চার মূল কাজ ভোট মন্তব্য করে এম এ মান্নান বলেন, ‘ভোটের জন্য আমরা তৈরি। যারা ভোটে, জনগণের রায়ে বিশ্বাস করে, আমরা আশা করি দায়িত্ব হিসেবে তারা নির্বাচনে আসবে। আমরা আওয়ামী লীগ বাংলাদেশের জন্য আমাদের কোনো বিকল্প নাই। এটি আমাদের মাতৃভূমি। চিরকালীন ঠিকানা। ঠিক তেমনি গণতন্ত্রের বাইরেও আমাদের কোনো স্থান নেই। এই জায়গায় যারা ভুল করার চেষ্টা করছেন নানাভাবে, আমরা মনে করি এটি ভালো কাজ নয়, অবৈধ কাজ।’

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি ঘিরে সংঘাতের শঙ্কা আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনো সংঘর্ষ হবে। ২৭–এর পর ২৮, এরপর ২৯ আসবে। ডায়েরিতে ২৯-৩০ কী কী অনুষ্ঠান সেগুলো লিখে রাখছি। আমি ওইগুলো প্রতিপালন করব।’ দলীয় কর্মসূচির বিষয়ে বলেন, ‘তারা বলবে, আমরাও বলব। রাজপথে নামব। এটি গণতন্ত্রের বিউটি। এর বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। তবে লাঠিসোঁটা-মারপিট এসব যারা করবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, দৈনিক সিলেটের ডাক–এর সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ রাগীব আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।