আজ রোববার বিএনপির ডাকা হরতালের দিন দুপুরে ঈশ্বরদী শহরের পুরাতন মোটর স্ট্যান্ডে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: বিএনপির ডাকা সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল পাবনার ঈশ্বরদীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের শুরুতে আজ রোববার সকালে শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়।
শহরের রেলগেট, আলহাজ্ব, রূপপুর ও দাশুড়িয়া মোড় এলাকায় অটোরিকশা–টেম্পো–বাস–রিকশা ইত্যাদি চলেছে, তবে ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। স্কুল–কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়। কোথাও হরতাল আহ্বানকারী দলের পিকেটারদের দেখা যায়নি।
পাবনা জেলার উদ্দেশে যানবাহন ছেড়েছে বলেও জানা গেছে, তবে দূরপাল্লার বাস খুব একটা দেখা যায়নি।জানতে চাইলে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সকাল থেকে বিভিন্ন স্থানে বাস চলছে, তবে দূরপাল্লার যাত্রী না থাকায় গাড়ি চলছে না। রাস্তায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
আজ উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।