পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার | ছবি: সংগৃহীত

প্রতিনিধি পাবনা: পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে জেলা শহরের রাঘবপুর এলাকায় বোনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

মাসুদ খোন্দকারের স্ত্রী মমতাজ বেগম বলেন, রাতে মাসুদ খন্দকার বাড়িতে ছিলেন না। পৌনে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল তাঁদের বাড়িতে আসে। তারা মাসুদ খন্দকারকে খুঁজতে থাকে। বাড়িতে না পেয়ে একপর্যায়ে তারা পার্শ্ববর্তী মাসুদ খন্দকারের বোন নীলা খন্দকারের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাঁকে পেয়ে আটক করে নিয়ে যায়।

মমতাজ বেগমের দাবি, তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও কেন তাঁকে নিয়ে যাওয়া হলো, সেটা তিনি বুঝতে পারছেন না। পরবর্তী সময়ে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারেননি।

জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। তাই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

জেলা বিএনপির জোষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ খান বলেন, চলমান আন্দোলন কর্মসূচি বানচালের জন্য সরকার নেতা–কর্মীদের গ্রেপ্তার করছে। কিন্তু তাদের আশা পূরণ হবে না। জনগণ এ সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। ধারাবাহিক গ্রেপ্তারের অংশ হিসেবেই মাসুদ গ্রেপ্তার হয়েছেন।