গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল | ছবি: এএফপি

পদ্মা ট্রিবিউন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করা হবে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

গাজার উত্তরাংশে (গাজা সিটি) এখনো যাঁরা অবস্থান করছেন, তাঁদের সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা গাজার উত্তরাংশে অবস্থানকারী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে যেতে বলেছে। 

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, যুদ্ধের পরবর্তী পর্যায়ে ইসরায়েলি বাহিনীর ঝুঁকি কমাতে তারা গাজায় হামলা বাড়াবে।

গাজায় একটি স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল। সম্ভাব্য এই অভিযান সামনে রেখে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। তারা গাজা সীমান্তে জড়ো করেছে বিপুলসংখ্যক ট্যাংক ও সেনা। তবে এই অভিযান কবে, কখন শুরু হতে পারে, তা জানা যায়নি।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।