ক্ষতিগ্রস্ত গাড়ি | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগেছে একটি প্রাডো গাড়ির। এতে রেলিংয়ের পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্বোধনের পর টানেল এলাকায় এটিই প্রথম দুর্ঘটনা।
টানেলে টোল সংগ্রহে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানেলের আনোয়ারা প্রান্তে প্রবেশের উদ্দেশে রাত তিনটার দিকে গাড়িটিতে টোল প্লাজা এলাকায় আসেন কয়েকজন যুবক। এ সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লাগে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। রেলিং এবং প্রাডো গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর ছয়টায় টানেল সর্বসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।