চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০১

প্রতীকী ছবি

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা  বুধবার পর্যন্ত ১ হাজার ১ জনে গিয়ে দাঁড়াল। চলতি মৌসুমে এসব রোগীর অধিকাংশই সদর ও শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।  সকালে জেলা সিভিল সার্জন মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৬১৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩৮, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৯৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২৮, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন মাহমুদুর রশিদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সদর ও শিবগঞ্জে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালসহ বাকি ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন নারীসহ ২৩ জন চিকিৎসা নিচ্ছেন।’