ঈশ্বরদীতে নিরাপত্তা জোরদারে র‌্যাবের টহল

ঈশ্বরদী ইপিজেড শিল্প এলাকার সামনে র‌্যাবের সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিভিন্ন এলাকায় চলছে তাদের বিশেষ টহল।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম ফারুফ এ তথ্য জানিয়েছেন।

গোলাম ফারুফ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়েছি।’ 

ঈশ্বরদীর নিরাপত্তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশেষ টহল | ছবি: পদ্মা ট্রিবিউন

জানা গেছে, ঈশ্বরদী ইপিজেড, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা, দাশুড়িয়ার মোড় ও ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাব-১২-এর আওতাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা রয়েছে। বিভিন্ন এলাকায় টহল টিম তৎপর রয়েছে।