ছুরিকাঘাত | প্রতীকী ছবি

প্রতিনিধি বগুড়া: বগুড়া শহরতলিতে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলির দক্ষিণ বেজোড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম জুনায়েদ আহমেদ (১৮)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া গ্রামের জব্বার মিয়ার ছেলে। জুনায়েদ বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত দুজন হলেন শাজাহানপুরের সুজাবাদের আবদুল হান্নানের ছেলে মিল্লাত হাসান (১৪) ও নন্দগ্রামের মো. গাফফারের ছেলে অটোরিকশাচালক জাকিরুল ইসলাম (৩০)। তাঁরা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শাজাহানপুর উপজেলার হেলেঞ্চা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে জুনায়েদ আহমেদ ও মিল্লাত হাসান বনানী বাজারের দিকে যাচ্ছিলেন। চারটি মোটরসাইকেলে ৮ থেকে ১০ যুবক একসঙ্গে বনানী বাজার থেকে হেলেঞ্চার দিকে যাওয়ার পথে দক্ষিণ বেজোড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তরুণেরা অটোরিকশাচালককে গালিগালাজ করে সামনে এগোন। পরে মোটরসাইকেল আরোহীদের পাল্টা গালিগালাজ করা হলে তাঁরা ফিরে এসে অটোরিকশার পথরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই চালকসহ তিনজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে চলে যান ওই যুবকেরা।

ওসি বলেন, আহত তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা জুনায়েদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।