প্রতিনিধি নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, যুবদল ও ছাত্রদলের ২৫ থেকে ৩০ নেতা-কর্মী গতকাল রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন। এর পরপরই বিপরীত দিক থেকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ মিছিল বের করে। এ মিছিল থেকে যুবদল ও ছাত্রদলের মিছিলের নেতা-কর্মীদের ধাওয়া করা হয়। মুহূর্তেই যুবদল ও ছাত্রদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘এর আগে বনপাড়ার এই জায়গায় বিএনপির মিছিল করা নিয়ে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই বড়াইগ্রামের মাটিতে বিএনপি-জামায়াতকে আর জঙ্গি মিছিল, প্রতিবাদ মিছিল করতে দেওয়া হবে না। বিএনপি রাতের আঁধারে মিছিল বের করে সন্ত্রাস করতে চেয়েছিল। আমরা তা প্রতিহত করেছি। এই ধারা অব্যাহত থাকবে।’
সংসদ সদস্যের এই তৎপরতার ব্যাপারে উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বনপাড়ায় মিছিলে বাধা দেওয়ার কথা শুনেছি। তবে ওই সময় আমি মিছিলে ছিলাম না।’
বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম বলেন, ‘রুহুল কুদ্দুস তালুকদারকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের ছেলেরা এর প্রতিবাদে নিয়মতান্ত্রিকভাবে মিছিল করেছে। তারা কোনো সন্ত্রাস করেনি। কারও কোনো ক্ষতি করেনি। অথচ সরাসরি সংসদ সদস্যের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা আমাদের কর্মীদের ধাওয়া করেছে। আমাদের মিছিল করতে দেবে না মর্মে বক্তব্য দিয়েছেন। এটা অন্যায়।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের মিছিল করার কথা শুনেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে টহল পুলিশ ছিল।’