ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে 'শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়'- শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। 

আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে শেখ রাসেল দিবসে সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ষ্টেশন রোড দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি মো: রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন। দিনটি ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। সে উপলক্ষে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রা, আলোচনা সভা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ঈশ্বরদীতে। 

শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ঈশ্বরদী সরকারি কলেজ | ছবি: পদ্মা ট্রিবিউন