উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি- স্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পাকশী ইউনিয়ন সংসদ।
এ উপলক্ষে রোববার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের আমতলা সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে উদীচী জাতীয় পরিষদের সদস্য আমজাদ হোসেন বাবু, পাবনা জেলা কমিটির সদস্য সলিল আহমেদ বকুল, পাকশী কমিটির সহসভাপতি রঞ্জু ভৌমিক ও সাধারণ সম্পাদক নাজমুল হক রঞ্জনসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের মানবিক ঋদ্ধির দিকে খুব একটা নজর দেওয়া হয়নি। প্রতিবছর বাজেটেই সংস্কৃতি খাতের বরাদ্দ ধারাবিহকভাবে কমছে। অথচ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্ম ব্যবসা ও মৌলবাদকে রুখতে হলে এবং মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মানবিক বোধসম্পন্ন তরুণ প্রজন্মক গড়ে তুলতে হলে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই।