বিএনপির অবরোধের প্রতিবাদে আজ মঙ্গলবার ঈশ্বরদীতে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ ।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা সদরের ষ্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সড়কের কাছে পথসভায় মিলিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ বিশ্বাস বক্তব্য দেন।
পথসভায় বক্তব্য দিচ্ছেন আবুল কালাম আজাদ মিন্টু | ছবি: পদ্মা ট্রিবিউন |
পথসভায় আবুল কালাম আজাদ মিন্টু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন
উন্নয়ন দিয়ে দেশকে উন্নত দেশের পথে নিয়ে যাচ্ছে, তখন বিএনপি উন্নয়ন দেখে
না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনের নামে আবারও মানুষ হত্যার রাজনীতি
শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় বিএনপি অফিসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বক্তব্য দেওয়া ব্যক্তি ইসরায়েলের এজেন্ট। মার্কিন দূতাবাস ইতোমধ্যে পরিষ্কার করেছে তিনি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নন। মার্কিন দূতাবাস তাকে চেনেই না। বিএনপি জালিয়াতির আশ্রয় নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।’
সরকার পতনের এক দফা দাবি আদায়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। বিএনপি নির্বাচনে বানচালে নাশকতা করতে চায় জানিয়ে আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।