পাবনায় বাইসাইকেল চোরচক্রের সদস্য গ্রেপ্তার, ১৫ বাইসাইকেল জব্দ

গ্রেপ্তার জাকির হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: পাবনায় আন্তজেলা বাইসাইকেল চোর চক্রের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫টি বাইসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে, বুধবার রাতে শহরের লাইব্রেরি বাজার এলাকা থেকে একজনকে আটক করে পুলিশ। পরে তাঁর নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার জাকির হোসেন (৩৫) পাবনা সদর উপজেলার চরসাধুপাড়া ঝুটপট্রি এলাকার বাসিন্দা।

ওসি রওশন আলী জানান, বুধবার রাতে শহরের লাইব্রেরি বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় জাকির হোসেনকে আটক করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ১৫টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জাকিরসহ দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের হয়েছে।

জাকির পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তাঁরা কয়েকজনের একটি চক্র রয়েছে। যারা শহরের বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরি করে বিক্রি করে থাকে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।