১৯ বছরে পা দিল সমকাল

দৈনিক সমকালের ১‍৯–এ পা দেওয়া উপলক্ষে কেক কাটেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ও সমকালের উদ্যোক্তা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ অতিথিরা। ঢাকা, ৭ অক্টোবর | ছবি: সমকালের সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক: ‘বহুমত, বর্ণিল পথ’ প্রতিপাদ্য সামনে রেখে ১৯ বছরে পা দিল দৈনিক সমকাল। ২০০৫ সালে সাংবাদিক গোলাম সারওয়ারের সম্পাদনায় প্রকাশিত হয় সমকাল। ১‍৯–এ পা দেওয়া উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় কেক কেটে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। সমকালের উদ্যোক্তা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এ সময় প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারকে স্মরণ করেন।

শুভাশিস জানাতে সকাল থেকে একে একে রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনের সমকাল কার্যালয়ে আসেন শীর্ষ রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষাবিদ, আমলা, সাহিত্যিক, কবি, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, ক্রীড়াবিদ, সংগঠক, বিনোদনজগতের তারকা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সফল মানুষ।

রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিকেরা এক মঞ্চ ভাগ করেছেন। অনুষ্ঠানে আসা প্রায় সবাই বলেছেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতায় পাঠকপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে সমকাল। তাঁদের আশাবাদ, সমকাল তা ধরে রাখবে, আরও বিকশিত হবে। এর প্রতি উত্তরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সমকাল।

বিকেলের পর্বে কেক কাটায় অংশ নেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, বিজেএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

সকালের পর্বে কেক কাটায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রমুখ। সমকাল সম্পাদক আলমগীর হোসেনসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা অতিথিদের অভ্যর্থনা জানান।

সুধীজনের আশীর্বাদ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বহুমত, বর্ণিল পথ; বহুমত বা বহু কথাই সমকালের মূল কথা। আজকের সমকাল, আগামীকালের সঙ্গেই মহাকালে স্থান পাবে। এভাবেই এগিয়ে যাবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমকালের ১৯ বছরে পদার্পণ এ দেশের গণমাধ্যমের জন্য উল্লেখযোগ্য ঘটনা। একাত্তরের চেতনা ধারণ করে সমকাল কাজ করে আসছে। সমকাল মানুষের কথা বলার স্বাধীনতাকে গুরুত্ব দেয়। সমকাল এগিয়ে যাক।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সমকাল ১৮ বছর পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, সমকাল শতবর্ষী হোক। পত্রিকাটি শুধু সমাজের দর্পণ হিসেবেই নয়, সমাজ গঠনেও কাজ করবে।