রাজশাহীতে বেগুনের ভেতর মিলল ১০ লাখ টাকার হেরোইন

গ্রেপ্তার রুহুল আমিন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে প্রায় ১০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন (৪৩)। তাঁর কাছে থাকা দুটি বেগুনের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ১০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। 

রুহুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন চর ভুবনপাড়া গ্রামে। 

জব্দ করা হেরোইন | ছবি: পদ্মা ট্রিবিউন

র‍্যাব জানায়, বেগুনের ভেতরের অংশ কেটে ফেলে তার ভেতরে হেরোইন ঢুকিয়ে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগের ভেতর থেকে দুটি বেগুন বের করে দেখা যায়, বিশেষ কায়দায় ভেতরে রাখা হয়েছে হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। 

র‍্যাব জানায়, এ ঘটনায় রুহুলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।