ঈশ্বরদীতে ডেঙ্গু কেড়ে নিল বীর মুক্তিযোদ্ধার প্রাণ

আনোয়ারুল ইসলাম | ছবি: সংগৃহীত

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে এবার ডেঙ্গু কেড়ে নিল বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল ইসলামের (৭০) প্রাণ। 

শনিবার সন্ধ্যায় ঢাকার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। তিনি উপজেলার পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক ও  এই অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনোয়ারুল ইসলামের জ্বর ও শ্বাসকস্ট হলে তাকে প্রথমে ঈশ্বরদী ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শারীরিক পরীক্ষা করে তাঁর ডেঙ্গু সনাক্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় ।  

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামিম  জানান, বেশ কয়েকদিন যাবৎ আনোয়ারুল ইসলাম  জ্বরে ভুগছিলেন। প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে পরে পাবনাতে ভর্তি হয়েছিল।

এদিকে আজ রোববার দুপুরে পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে এমপি মার্কেট সংলগ্ন গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।