সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলের জেল-জরিমানা

জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সিরাজগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান শুক্রবার সকালে তাঁদের আটক করেন।

সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত যমুনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে  ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৯৮টি চায়না দুয়ারি ও ১৯ কেজি ইলিশ মাছসহ সাত জেলেকে আটক করা হয়। পরবর্তী সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।