রেজাউল রহিম লাল | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি পাবনা: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছেন রেজাউল রহিম লাল।
তিনি
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সভা-সমাবেশ, উঠান বৈঠক, শুভেচ্ছাবিনিময়,
শোভাযাত্রা ও বিলবোর্ড, পোস্টার-ব্যানার লাগিয়ে নির্বাচনি প্রচার-প্রচারণা
শুরু করেছেন তিনি।
প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রেজাউল রহিম লাল বলেন, '৬০-এর দশকে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের একজন
সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের অস্থায়ী সরকারের অন্যতম নেতা এম মনসুর আলীর সরাসরি নির্দেশনায়
ভারতে বাংলাদেশি শরণার্থী শিবিরের অন্যতম সমন্বয়ক হিসেবে মহান
মুক্তিযুদ্ধে দায়িত্ব পালন করেছেন তিনি।'
তিনি বলেন, ‘১৯৭৫ সালের
১৫ই আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মাটি থেকে
আওয়ামী লীগের কর্মীদের নিশ্চিহ্ন করার অংশ হিসেবে পাশবিক শারীরিক
নির্যাতনের মাধ্যমে গ্রেপ্তার হয়ে সাড়ে তিন বছর কারাগারে বন্দী থেকেছেন
তিনি। শত বাধা বিপত্তি, জেল-জুলুম, হুলিয়া, সামরিক স্বৈরাচার, বিএনপি,
জাতীয় পার্টি, রাজাকার, আল- বদর, জামাত শিবিরের পাশবিক শারীরিক ও মানসিক
নির্যাতনের শিকার হয়েছিলেন নিজে এবং তাঁর পারিবারও।'
তিনি আরও বলেন,
'পাবনার রাজপথে তৃণমূল কর্মীদেরকে বুকে ধারণ করে আছেন দীর্ঘকাল থেকে সে। ছাত্র
জীবন থেকেই প্রত্যক্ষভাবে এ জেলায় আওয়ামী লীগকে সংগঠিত করতে নিজেকে সব সময়
ব্যস্ত রেখেছেন।'
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আমি পাবনা-৪ আসন
থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি ঈশ্বরদী-আটঘরিয়াবাসীদের
জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি মনোনয়ন চাইব এবং
উনি মনোনয়ন দিলে মানুষের জন্য কাজ করতে পারব।’