ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’- এ প্রতিপাদ্য নিয়ে পাবনার  ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে বৈষম্যমুক্ত ও টেকসই করতে উন্নয়নের ধারায় সবাইকে সম্পৃক্ত করতে হবে। সাক্ষরতার বাইরে অবস্থানরত দেশের প্রায় ২৪ শতাংশ জনগোষ্ঠির সাক্ষরতা প্রদানসহ তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। দেশপ্রেমে শাণিত হয়ে সবাইকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।