শুদ্ধাচার পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন সচিব ড. নাহিদ রশীদ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন।

রোববার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। 

ডা. নাজমুল হোসাইন ২০২২-২৩ অর্থবছরের জন্য এ পুরস্কার পান। পুরস্কার হিসেবে তিনি আগের মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, একটি সনদ ও একটি ক্রেস্ট পান।

নীতিমালা অনুযায়ী, সততা ও নৈতিকতা, নেতৃত্ব, লক্ষ্য বাস্তবায়ন, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে দক্ষতাসহ ১০টি সূচক মূল্যায়ন করে এই পুরস্কার দেওয়া হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ ইমদাদুল হক তালুকদার।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুল হোসাইন বলেন, 'বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমরা আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালকে একটি মডেল হিসেবে গড়ে তোলার স্পৃহা নিয়ে কাজ শুরু করেছিলাম। আমি যেন স্বীকৃতির যথাযথ মর্যাদা রক্ষা করে সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারি সবার কাছে এ দোয়া চাই।'