ঈশ্বরদীতে অভিযান পরিচালনা করে বিএসটিআই | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: অনুমোদন ছাড়া বাজারজাত করা এবং পণ্য বিক্রির দায়ে পাবনার ঈশ্বরদীতে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে, বিএসটিআই আঞ্চলিক অফিসের সহযোগিতায় এবং থানা পুলিশ-এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালতটি বিএসটিআই প্রদত্ত মানসনদ না করে সফট ড্রিংক পাউডার উৎপাদন ও বিক্রি করায় উপজেলা সদরের মশুরিয়াপাড়া ভাটাপাড়া এলাকার মেসার্স স্বচ্ছ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেন। এসময় ১৮৬ কার্টন সফট ড্রিংক পাউডার জব্দ করা হয়।
এ ছাড়া বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে পাউরুটি, বিস্কুট ও কেক বেচার জন্য পোস্ট অফিস মোড়ের নয়া টেস্ট পেস্ট্রি শপ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহাসিন কবির। এ সময় তাঁকে সহায়তা করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) আমিনুল ইসলাম।