জয়পুরহাটে বেশি দামে আলু বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নতুনহাট এলাকার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেল সাড় ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা শহরের নতুনহাট এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।

জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন অভিযান পরিচালনা করেন।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ হাজর টাকা জরিমানা করেছেন জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। সোমবার বিকেল সাড় পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জেলা শহরের নতুনহাট এলাকায় অভিযান পরিচালনার সময় এ জরিমানা অনাদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, সন্ধ্যায় পর্যন্ত বাজার মনিটরিংয়ের সময় এক ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় তাঁকে দুই হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।