ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভা। রোববার সন্ধ্যায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই পাবনার ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সমিতির নিজ কার্যালয়ে কমিশন গঠন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম কোহিনুর।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির নির্বাহী সদস্য কে এম বাশার, বিকাশ কুমার কুন্ডু, আব্দুল আউয়াল পলাশ, শরিফ উদ্দিন, আবুল কালাম আজাদ, তোফায়েল আহমেদ বুলবুল, সজল মালিথা ও সজিব প্রামাণিক।
পরে নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিশন গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনার করা হয় ব্যবসায়ী হায়দার আলীকে। কমিশনের অন্য সদস্যরা হলেন- ব্যবসায়ী হাবিবুর রহমান, কে এম আব্দুল লতিফ, এনামুল হক জিন্না ও রাকিবুল হাসান আলম।
শিল্প ও বনিক সমিতির সুত্রে জানা গেছে, এই কমিশন ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা করবেন। নির্বাচনকে কেন্দ্র করে সমিতির ৩৬০ জন সাধারণ ও ২২৪ জন সহযোগী সদস্য চাঁদা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করেছেন।