যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বিএনপিই চাপে আছে: শিক্ষামন্ত্রী

রাজশাহীতে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার দুপুরে রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: যুক্তরাষ্ট্রের প্রয়োগ করা ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ সরকার নয়, বরং বিএনপিই চাপে আছে।

রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ মন্তব্য করেন।

 শিক্ষামন্ত্রী বলেন, ‘ভিসা নীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। বরং ভিসা নীতি নিয়ে বিরোধী দলেরই চাপ অনুভব করার কথা। এটি তাদের ভাবার কথা। কারণ, ভিসা নীতি যারা নির্বাচনে প্রতিবন্ধকতা করবে, তাদের জন্য। সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণ করতে চায়। আমরা এ রকম একটা নির্বাচন করতে এগিয়ে যাচ্ছি। যারা নির্বাচন বানচাল করার কথা ভাবছে, অরাজকতা সৃষ্টি করার কথা ভাবছে; ভয় পেলে তো তাদের পাওয়ার কথা।’

নতুন শিক্ষাব্যবস্থা বিষয়ে মন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন হলে কোচিং নির্ভরতা কমবে। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার ওপর নির্ভরতা কমবে। তবে কোচিং ব্যবসায় ভাটা পড়বে এই ভয়ে অনেকে নতুন শিক্ষাব্যবস্থার সমালোচনা করছে। কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের জন্য শুভকর নয়। যে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা আমাদের আছে, তা কেরানি পয়দা করার ব্যবস্থা। কারণ, তারা চেয়েছিল এখান থেকে শুধু কেরানি তৈরি করা হবে। কোনো পরিকল্পনাবিদ বা সিদ্ধান্ত গ্রহণকারী তৈরির উদ্দেশ্য তাদের ছিল না। কারণ, এতে তাদের ক্ষমতা হারাবার ভয় ছিল। ওই শিক্ষাব্যবস্থায় শাসক যা বলবে কেরানি তাই করবে। তবে বর্তমান শিক্ষাব্যবস্থা সেই ধারা থেকে নতুন প্রজন্মকে বের করে আনা হচ্ছে। কোয়ালিটি শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা চাই না, একদিনে ৫০০ জায়গায় বোমা ফাটুক, চাই একদিনে ৫০০টি মডেল মসজিদ হোক।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা শান্তি চাই, অগ্নিসন্ত্রাস চাই না। যারা স্বচ্ছতা চায় না, তারা হাওয়া ভবন খোয়াব ভবন তৈরি করে। আমরা উন্নয়ন চাই। হাওয়া ভবন চাই না।’

সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আবদুর রশীদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ প্রমুখ।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি সকালে বিমানযোগে রাজশাহীতে আসেন। দুপুরে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে এক আলোচনা সভায় যোগ দিয়েছেন।