রাজশাহীতে শ্রমিক লীগের সম্মেলন আজ

শ্রমিক লীগের লোগো

প্রতিনিধি রাজশাহী: জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা ও মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান মেমোরিয়াল অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া। নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন মহানগরের নেতারা।

জানা গেছে, সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আছেন তিনজন। এর মধ্যে আছেন মহানগর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সোহেল, ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান ও বাংলাদেশ পোস্টম্যান ডাক কর্মচারি ইউনিয়নের শ্রমিক নেতা ও শ্রমিক লীগের নেতা মাহবুবুল আলম।

এছাড়াও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আছেন বেশ কয়েকজন। এর মধ্যে ওয়াসা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ আলী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারি লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার আলী, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজাহার আলী, মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর। এরা সবাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সভাপতি পদপ্রার্থী আবদুস সোহেল বলেন, এর দীর্ঘদিন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলাম। সংগঠনকে গুছিয়ে রেখেছিলাম। এবার নেতৃত্বে আসলে আবারও সুশৃঙ্খলভাবে সংগঠিত করবো।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফ আলী বলেন, দীর্ঘদিন থেকে ওয়াসা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনও করেছি। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সুন্দরভাবে শ্রমিক লীগকে সংগঠিত করবো।

শ্রমিক লীগ সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সম্মেলনে সভাপতিত্ব করবেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।