বিজয়স্তম্ভ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাইক্লিস্ট দল। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন নুরুজ্জামান বিশ্বাস এমপিসহ অনেকে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: সদভাবনার বারতা নিয়ে ভারতের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহালয়ার বাইসাইকেল র‌্যালি পাবনার ঈশ্বরদীতে এসেছে। এ সময় তাঁদের স্বাগত জানান স্থানীয় জনসাধারণ।

এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো ঈশ্বরদী মিলনায়তনে সংবর্ধনা ও প্রীতি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে ভারতের জনগণের যে আত্মত্যাগ, সাহায্য-সহযোগিতা তা কখনও ভুলবার নয়। আমরা কৃতজ্ঞচিত্তে সে অবদানের কথা স্মরণ করি। এই সাইকেল র‍্যালির মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।’

সভায় বক্তব্য দিচ্ছেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

পরে শহরের আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন সাইক্লিস্ট দল । এরপর রাতে উপজেলা সদরের আকবরের মোড় এমপির বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু।

জানা গেছে, মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী ও নোয়াখালী গান্ধী আশ্রমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস ক্যাম্প-২০২৩ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও ইংল্যান্ডের ৫২ নারী-পুরুষ সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ড. গিরিশ কুলকার্নির নেতৃত্বে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

এ বিষয়ে ড. গিরিশ কুলকার্নি বলেন, ‘বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমরা সদভাবনার বার্তা নিয়ে এসেছি। মহাত্মা গান্ধী ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অহিংস নীতি ও শান্তির দর্শন, সাম্প্রদায়িক সম্প্রীতির পথ অনুসরণ করে আমরা মানবিক বিশ্ব গড়তে চাই।’

র‌্যালিটি কুষ্টিয়া, শরীয়তপুর, ফরিদগঞ্জ হয়ে ২৮ সেপ্টেম্বর নোয়াখালী পৌঁছবে। তারা ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত গান্ধী আশ্রম ট্রাস্টের তিন দিনব্যাপী ক্যাম্পে অংশ নেবেন। পথিমধ্যে কুষ্টিয়ায় লালন শাহ মজার এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন।

সাইকেল র‍্যালী নিয়ে কুষ্টিয়া অভিমুখে যান ৫২ বিদেশী নাগরিক। এসময় তাঁদের অভিবাদন জানায় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ | ছবি: পদ্মা ট্রিবিউন