 |
বিজয়স্তম্ভ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাইক্লিস্ট দল। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন নুরুজ্জামান বিশ্বাস এমপিসহ অনেকে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: সদভাবনার বারতা নিয়ে ভারতের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহালয়ার বাইসাইকেল র্যালি পাবনার ঈশ্বরদীতে এসেছে। এ সময় তাঁদের স্বাগত জানান স্থানীয় জনসাধারণ।
এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো ঈশ্বরদী মিলনায়তনে সংবর্ধনা ও প্রীতি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে ভারতের জনগণের যে আত্মত্যাগ, সাহায্য-সহযোগিতা তা কখনও ভুলবার নয়। আমরা কৃতজ্ঞচিত্তে সে অবদানের কথা স্মরণ করি। এই সাইকেল র্যালির মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।’
.jpg) |
সভায় বক্তব্য দিচ্ছেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
পরে শহরের আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন সাইক্লিস্ট দল । এরপর রাতে উপজেলা সদরের আকবরের মোড় এমপির বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু।
জানা গেছে, মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী ও নোয়াখালী গান্ধী আশ্রমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস ক্যাম্প-২০২৩ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও ইংল্যান্ডের ৫২ নারী-পুরুষ সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ড. গিরিশ কুলকার্নির নেতৃত্বে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
এ বিষয়ে ড. গিরিশ কুলকার্নি বলেন, ‘বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমরা সদভাবনার বার্তা নিয়ে এসেছি। মহাত্মা গান্ধী ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অহিংস নীতি ও শান্তির দর্শন, সাম্প্রদায়িক সম্প্রীতির পথ অনুসরণ করে আমরা মানবিক বিশ্ব গড়তে চাই।’
র্যালিটি কুষ্টিয়া, শরীয়তপুর, ফরিদগঞ্জ হয়ে ২৮ সেপ্টেম্বর নোয়াখালী পৌঁছবে। তারা ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত গান্ধী আশ্রম ট্রাস্টের তিন দিনব্যাপী ক্যাম্পে অংশ নেবেন। পথিমধ্যে কুষ্টিয়ায় লালন শাহ মজার এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন।
.jpg) |
সাইকেল
র্যালী নিয়ে কুষ্টিয়া অভিমুখে যান ৫২ বিদেশী নাগরিক। এসময় তাঁদের
অভিবাদন জানায় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ | ছবি: পদ্মা ট্রিবিউন |