‘নেইমার–এমবাপ্পের কারণে পিএসজিতে মেসি কখনো নেতা হতে পারত না’

মেসি, নেইমার ও এমবাপ্পের যখন পিএসজিতে ছিলেন | ছবি: এক্স

খেলা ডেস্ক: লিওনেল মেসি পিএসজি–অধ্যায় শেষ করেছেন আরও তিন মাস আগে। কিন্তু তাঁর পিএসজি–অধ্যায় নিয়ে আলোচনা এখনো থামেনি। এমনকি মেসির ওপর ক্ষুব্ধ পিএসজির সমর্থকেরা এখনো তাঁর বিরুদ্ধে লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে মাঠে যাচ্ছেন। কদিন আগে প্যারিসে মেসির ‘নরকযাপন’ নিয়ে কথা বলেছেন নেইমারও। মেসি নিজেও বলেছিলেন, পিএসজিতে ভালো ছিলেন না।

এবার মেসির পিএসজি-অধ্যায় নিয়ে কথা বলেছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও। বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের মতে, পিএসজিতে নেইমার ও এমবাপ্পের সঙ্গে খেলে মেসি কখনোই নেতা হতে পারতেন না। এই তিনজনকে একসঙ্গে কোনো দলে খেলানোও অযৌক্তিক মনে করেন অঁরি।

সম্প্রতি আরএমসি স্পোর্টসে পিএসজির সাবেক মিডফিল্ডার জেরোম রোথেনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন অঁরি, যেখানে তাঁকে প্রশ্ন করা হয়, মেসির পিএসজি-অধ্যায় নিয়ে তিনি হতাশ কি না। অঁরি বলেছেন, ‘না। কেন হতাশ নই, আমি তা বলছি। আমি দলের গঠন নিয়ে কথা বলেছিলাম। আমি জানি, তুমি আবার হাসবে। কিন্তু তিনজনকে (মেসি, নেইমার, এমবাপ্পে) একসঙ্গে কীভাবে খেলাবে?’

এরপর নিজের কথার ব্যাখ্যা দেন অঁরি, ‘যখন সে আর্জেন্টিনা দলে খেলে, সেখানে তিনজন মেসি থাকে না। শুধু সে থাকে। আপনি তাকে এমন কাঠামোর মধ্যে রাখছেন, যেখানে শুধু সে হচ্ছে নেতা।’ অঁরির এই কথার সত্যতা মেলে ইন্টার মায়ামিতে গিয়ে মেসির পারফরম্যান্সেও। এরই মধ্যে মায়ামিকে তাদের প্রথম শিরোপা এনে দিয়েছেন মেসি। তুলেছেন আরেকটি টুর্নামেন্টের ফাইনালেও।

এর আগে পিএসজিতে মেসির ভালো না থাকার কথা বলেছিলেন এমবাপ্পে ও নেইমার। নেইমার কদিন আগে বলেছেন, ‘আমরা সেখানে নরকে ছিলাম। আমি এবং সে। আমরা হতাশ ছিলাম। কারণ, আমরা কোনো কারণ ছাড়া সেখানে ছিলাম। নিজেদের সেরাটা দিচ্ছিলাম, চ্যাম্পিয়ন করাচ্ছিলাম, চেষ্টা করছিলাম ইতিহাস গড়ার। সে জন্যই আমরা একসঙ্গে খেলা শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।’

অন্যদিকে মেসি পিএসজিতে প্রাপ্য সম্মান পায়নি উল্লেখ করে এমবাপ্পে বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না, মেসি পিএসজি ছাড়ায় অনেকেই বেশ খুশি। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সে পিএসজি ছাড়ছে—এটা কখনোই ভালো খবর হতে পারে না ক্লাবের জন্য। আমি তো মনে করি, মেসি কখনোই পিএসজিতে তার প্রাপ্য সম্মান পায়নি।’