বেলুন উড়িয়ে প্রোটিন অলিম্পিয়াড উৎসবের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি রাজশাহী: বাংলাদেশে প্রথমবারের মতো রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে দুই দিনের প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভাল শুরু হয়েছে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী। এরপর শুরু হয় রচনা প্রতিযোগিতা। এতে রাজশাহীর ছয়টি স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

রচনা প্রতিযোগিতার পর প্রোটিনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তা হিসেবে ছিলেন, সাজেদা ফাউন্ডেশন ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পুষ্টিবিদ ইসরাত জাহান ও বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল বাংলাদেশের দলনেতা খাবিবুর রহমান কাঞ্চন ও বিপিআইসিসির মিডিয়া পরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ।