ঈশ্বরদীতে বিষ খাইয়ে ৫ বিড়াল হত্যা

প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে খাবারে বিষ মিশিয়ে ৫টি পোষা বিড়াল হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে শহরের শেরশাহ রোড কাঁঠাল তলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিড়ালের মালিক স্কুলশিক্ষিকা সাইয়েদা খাইরুন্নাহার জানান, তার পোষা ২টি বিড়াল বিকেল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে প্রতিবেশী ওহিদুজ্জামান দুলালের বাড়ির উঠানে তার বিড়ালসহ ৪টি বিড়াল মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর ১টি বিড়াল ছিল অসুস্থ। সেই বিড়ালটিও বৃহস্পতিবার সকালে মারা যায়।

তিনি জানান, ঘটনার সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ জানালে থানার পুলিশ এসে মৃত বিড়ালগুলো উদ্ধার করে।

স্কুলশিক্ষিকা খাইরুন্নাহার বলেন, ‘বিষ খাইয়ে বিড়াল হত্যার ঘটনায় আমি থানায় মামলা করব।’

খাইরুন্নাহারের স্বামী ওয়াহেদ আলী সিন্টু জানান, ‘পুলিশ ওহিদুজ্জামান দুলালকে প্রশ্ন করলে তিনি বলেন, মাংসে বিষ মিশিয়ে বাড়ির আঙিনায় ছড়িয়ে দিয়েছিলেন। ওই মাংস খেয়ে বিড়ালগুলো মারা গেছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মৃত বিড়ালগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন এবং অভিযোগ তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।