সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা থাকবে: ব্রিটিশ হাইকমিশনার
-বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নগরের পাঠানটুলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন
প্রতিনিধি সিলেট: সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য যুক্তরাজ্য সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার এ আশ্বাস দেন। তাঁরা দুজন নগরের পাঠানটুলা এলাকায় মেয়রের বাসভবনে সাক্ষাতে মিলিত হন।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মেয়রের সঙ্গে আলাপকালে সিলেটবাসীর অতিথিপরায়ণতার প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেন। সারাহ কুক এ সময় বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। এখানে আসার পর সবার আতিথ্য ও আন্তরিকতা এবং সিলেটের সৌন্দর্যে তিনি মুগ্ধ, উচ্ছ্বসিত।
ব্রিটিশ হাইকমিশনার ও মেয়র যুক্তরাজ্য এবং সিলেটের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সবশেষে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ব্রিটিশ হাইকমিশনারকে সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেন।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে আছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। এর পর থেকে নগরের দায়িত্ব দায়িত্ব নেবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এরই মধ্যে শপথও নিয়েছেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার প্রথমবার সিলেট সফরে গেলেন। মঙ্গলবার সিলেট পৌঁছে এক টুইট বার্তায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন | ছবি: পদ্মা ট্রিবিউন