গ্রেনেড হামলায় তারেক জড়িত: মেয়র লিটন

স্মরণ সভায় বক্তব্য দেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে শাহ মখদুম কলেজ মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে শাহ মখদুম কলেজ মাঠে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক নেত্রী আইভি রহমান স্মরণে সভা ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আয়োজন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এই হামলার পেছনে সরাসরি ছিল তারেক জিয়া। তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, ‘আইভি রহমান একজন মহিয়সী নারী নেতৃত্ব ছিলেন। তিনি সব সময় সাধারণ কর্মীদের সাথে থাকতেই ভালোবাসতেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন তিনি তার কর্মীদের সাথে নিচেই ছিলেন। যদি ট্রাকে থাকতেন, তাহলে হয়তো বেঁচে যেতেন।’

স্মরণ সভা ও নারী সমাবেশে দলের নেতাকর্মী ও সমর্থকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির প্রসঙ্গ টেনে লিটন বলেন, ‘বিএনপি সরকারের আমলে শিশু হত্যা, নারী নির্যাতন, অসংখ্য মানুষকে অত্যাচার-নির্যাতন করেছে তারা। তারা আজ সেই পাপের শাস্তি ভোগ করছে। খালেদা জিয়া কারা ভোগ করছে, আর তারেক জিয়া লন্ডনে পলাতক। লন্ডন থেকে তারেক জিয়া যে হুকুম দেয়, সেটি দেশে বাস্তবায়ন করে মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু নির্মাণ হয়েছে, মেট্রোরেল চালু হয়েছে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায়। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এরপরও বিএনপি-জামায়াত মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে। তাদের মানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র আর কখনো বাস্তবায়ন হবে না।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, নগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি ও নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু।