বাগানের প্রায় সব গাছ কেটে সাবাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। ছবিটি বুধবার দুপুরে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে রাতের অন্ধকারে এক কৃষকের দেড় হাজার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কুরুলিয়া দক্ষিণপাড়া মাঠের জমিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গত রাতের কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে কলাবাগানের গাছগুলো কেটে ফেলেছে। এতে তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পরদিন বুধবার দুপুরে চর কুরুলিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত চাষি আলাউদ্দিন মালিথার পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা যায়, ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষীকুন্ডার চর কুরুলিয়া গ্রাম। এ গ্রামের শাখা নদী পেরিয়ে বিরান মাঠে আলাউদ্দিন মালিথার কলাবাগান। এখানেই তিনি পাঁচবিঘা জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে কলার চাষ করেছিলেন। কলা চাষাবাদে তাঁর আরও দেড় টাকা খরচ হয়। এছাড়া রয়েছে বাগান পরিচর্যার খরচ। কিন্তু প্রতিপক্ষের 'শত্রুরা' গোপনে কলাগাছগুলো কেটে নষ্ট করায় তিনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মামলার এজাহার ও স্থায়ীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চর কুরুলিয়া গ্রামের জমিতে এবারই প্রথম কলার আবাদ করেন কৃষক আলাউদ্দিন।।

শরীফ মালিথা নামে তাঁর এক ভাই জানান, পাঁচ মাস আগে এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে তাঁর চাচাতো ভাই আলাউদ্দিন সেখানে কলার চাষ করেন। কিন্তু পূর্বশত্রুতার জেরে তার প্রতিপক্ষের লোকজন রাতের অন্ধকারে কলাগাছ কেটে সাবার করে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘লোকজনের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে গিয়ে দেখি বাগানের ১ হাজার ৫০০ কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো নিচে পড়ে আছে। এসব কলাগাছে থোড় আসা শুরু করেছিল। তাঁর ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছেন। সাধারণ মানুষ এমন জঘন্য অপরাধ করবে না। তিনি এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত এজহার জমা দিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, অভিযোগ পেয়েছি। এর আগে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, তবে জড়িত কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।