সোনার দাম আবারও বাড়ছে ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রায় এক মাসের ব্যবধানে সোনার দাম ভরিতে এক লাখ টাকার নিচে নামল। এতে ভালো মানের সোনা অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ২৭ টাকা। আগামীকাল শুক্রবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সমিতির সংশ্লিষ্ট কমিটি।

গত ২১ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়। প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৭৭৭ টাকা। যদিও চলতি বছরের শুরুতে সোনার দামের ভরি ৯০ হাজার টাকা ছাড়িয়ে যায়। গত ১৯ মার্চ ভরি প্রতি সোনার দাম এক লাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানোর হয়। তখন সোনার ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকায় পৌঁছে। তারপর কয়েক দফা দামের উত্থান-পতন হলেও সোনার দাম এক লাখ টাকা ছুঁই ছুঁই ছিল।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমবে। এতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ২৭ টাকা। এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ৫৩৫ টাকায়। এর মধ্যে ২১ ক্যারেটে সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা, ২২ ক্যারেটে ১ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় কমছে ১ হাজার ১৬৬ টাকা।

আজ বৃহস্পতিবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৭৭৭ টাকা, ২১ ক্যারেট ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ৪৬৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ৭০১ টাকায়।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম এখন ১ হাজার ৭১৫ টাকা।