চলন্ত অবস্থায় আগুন লেগে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি গৌরনদী: বরিশালের গৌরনদীতে চলন্ত বাসে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গ্রিনলাইন পরিবহনের এসি বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল নামক এলাকায় এই দুর্ঘনা ঘটে। বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
জীবন রক্ষায় হুড়োহুড়ি করে নেমে গেলেও মালামাল নামাতে পারেননি কোনো যাত্রী। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় | ছবি: সংগৃহীত |
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রসুল মোল্লা জানান, গ্রিনলাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। গতকাল রাত সাড়ে ১২টার দিকে গৌরনদীর কটকস্থলে পৌঁছালে আকস্মিক বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জীবন রক্ষায় হুড়োহুড়ি করে নেমে গেলেও মালামাল নামাতে পারেননি কোনো যাত্রী। হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।
বাসের মো. হেদায়েতুল ইসলাম (৪৫), শারমিন সুলতানাসহ (২৮) একাধিক যাত্রী জানান, হঠাৎ বাসটির পেছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে বাসে আগুন লেগে যায়। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। যাত্রীরা সবাই নিরাপদে নামতে পারলেও হুড়োহুড়িতে পাঁচজন আহত হন। তা ছাড়া গাড়ির যাত্রীরা তাঁদের কোনো মালামাল নিয়ে নামতে পারেননি।