পুলিশের সংবাদ সম্মেলন: মোটরসাইকেল চুরি করতে তাঁদের এক মিনিটও লাগে না

পুলিশ সুপার বলেন, বাচ্চু মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন এবং আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের ব্যাপারে তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার পুরাদহ গ্রামের দুলাল মিয়া (৩৯), টাঙ্গাইলের ভুয়াপুরের পাখাইলকান্দি গ্রামের আইয়ুব আলী (৪৫) পাবনার আমিনপুরের সৈয়দাপুর গ্রামের শামীম খান (২০), একই উপজেলার কালিনগর গ্রামের নাছির উদ্দিন (২৬), রাজশাহীর বিমানবন্দর এলাকার আল আমিন (২৭), পাবনার বেড়ার শ্রীকণ্ঠদিয়া গ্রামের খবির শেখ (২২) ও আতাইকুলা উপজেলার চুলকাটা গ্রামের জিয়াম হোসেন (২০)। তাঁদের গ্রেপ্তারের সময় আরও ১৫টি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, উদ্ধার করা মোটরসাইকেলের অধিকাংশ মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে প্রমাণসহ যে কেউ দাবি করলে তাঁকে মোটরসাইকেল ফেরত দেওয়া হবে।