ফিনল্যান্ডে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাঁতার শুরু করার আগে আরাফাত। রোববার সকালে | ছবি আরাফাতের সৌজন্যে |
পল্লব মোহাইমেন, ঢাকা: ফিনল্যান্ডের লাহটিতে রোববার সকালে শুরু হয়েছে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩। আয়রনম্যানের অন্যতম সর্বোচ্চ এ আসরে এবার একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিচ্ছেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে সাঁতারের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা, সেটিকে বলে ট্রায়াথলন। ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের সর্বোচ্চ আসর হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্ণ ও অর্ধদূরত্বের (৭০.৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেগুলোতে ফলাফলের ভিত্তিতে ট্রায়াথলেটরা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।
আরাফাত গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই আরাফাত নির্দিষ্ট চ্যালেঞ্জ সম্পন্ন করেছিলেন। আজ ফিনল্যান্ডে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন আরাফাত।
এবারের প্রতিযোগিতায় অংশ নিতে আরাফাত ২৩ আগস্ট লাহটিতে পৌঁছান। গতকাল শনিবার রাতে মুঠোফোনে তিনি বলেন, ‘আয়রনম্যানের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পুরোই আলাদা ধরনের প্রতিযোগিতা। পৃথিবীর “সেরাদের সেরা” ট্রায়াথলেটরা এখানে আসে। বিখ্যাত ক্রীড়াবিদদের দেখে আমি আরও ভালো করার অনুপ্রেরণা পেয়েছি।’ নিজের আগের ফলাফলের চেয়ে আজ আরও ভালো করতে চান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখন সাঁতার প্রতিযোগিতা চলছে। এ আসরে প্রতিযোগীদের ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। বাংলাদেশের আরাফাত ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের শ্রেণিতে অংশ নিচ্ছেন।
পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ২০১৬ সাল থেকে আয়রনম্যান আয়োজনে অংশ নিচ্ছেন। দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ এ পর্যন্ত নয়টি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠেয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন তিনি। এবার এ প্রতিযোগিতায় বাংলাদেশের মোট পাঁচজন আয়রনম্যান অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সরাসরি তথ্য পাওয়া যাবে আয়রনম্যান ট্র্যাকার অ্যাপে।