সিপিবি নেতা শামছুজ্জামান সেলিমের জীবনাবসান

শামছুজ্জামান সেলিম | ছবি: সংগৃহীত 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম আর নেই।

বৃহস্পতিবার রাতে বাসায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে সিপিবি নেতারা জানিয়েছেন।

ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিমের বয়স হয়েছিল ৭৩ বছর।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বার্ষিকীতে দুদিন আগেই সিপিবি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রেখেছিলেন শামছুজ্জামান সেলিম | ছবি: পদ্মা ট্রিবিউন

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মধ্যরাতে বলেন, “কমরেড শামছুজ্জামান সেলিম রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েছিলেন, কিছুক্ষণ আগে হাসপাতালে আনার পর ডাক্তার জানান, আনার পথেই মারা গেছেন তিনি।"

শামছুজ্জামান সেলিমকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মৃত্যুর খবরে সিপিবির নেতা-কর্মীরা বেসরকারি নেই হাসপাতালে জড়ো হন।

মরহুমের ভাই বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম জানান, সিপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শামছুজ্জামান সেলিমের লাশ শুক্রবার বিকাল ৪টায় পুরানা পল্টনে দলটির কার্যালয় মুক্তি ভবনে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে পরদিন লাশ নেওয়া হবে গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। সেখানে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাকে সমাহিত করা হবে।

শামছুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত ছিলেন। চাকরি সূত্রে পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিল সিবিএর সম্পাদক ছিলেন তিনি। তখনই মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি।

স্বাধীনতার পর চাকরি ছেড়ে সিপিবির সার্বক্ষণিক কর্মী হন, যুক্ত হন ক্ষেতমজুর আন্দোলনে। পরে এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

সার্বক্ষণিক রাজনীতিক শামছুজ্জামান সেলিম বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে নিয়মিতই লেখালেখি করতেন।