যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) | ফাইল ছবি: এএফপি

আল জাজিরা, বেইজিং: যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন—এমন এক নাগরিককে চিহ্নিত করেছে চীন। ওই ব্যক্তির নাম জেং (৫২)। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে চীনের গোপন সামরিক তথ্য দিচ্ছিলেন। জেংকে নিয়ে শুক্রবার এই তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়।

অভিযুক্ত জেং চীনের একটি সামরিক শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় বলছে, দেশটির গোপন সামরিক তথ্য দেওয়ার পরিবর্তে জেংকে মোটা অঙ্কের অর্থ এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মার্কিন নাগরিকত্ব দেওয়ার লোভ দেখানো হয়েছিল।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জেং উচ্চশিক্ষার জন্য যখন ইতালিতে ছিলেন, সে সময় রোমে মার্কিন দূতাবাসে কর্মরত সিআইএর এক কর্মকর্তা (এজেন্ট) তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এরপর সিআইএ এজেন্ট জেংকে চীনের সামরিক বাহিনীর গোপন তথ্য দেওয়ার প্রস্তাব দেন। মোটা অঙ্কের অর্থ এবং তাঁকে ও তাঁর পরিবারকে নাগরিকত্ব দেওয়ার লোভে জেংকে রাজি করানো হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, জেং রাজি হওয়ার পর গুপ্তচরবৃত্তি–সংক্রান্ত লিখিত নিশ্চয়তা দিয়ে তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিও করে। এরপর জেংকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে চীনে ফিরে জেং গুপ্তচরবৃত্তির কাজে লেগে যান।

সিসিটিভি জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে জেংয়ের বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেওয়া হয়েছে। তবে তাঁর অবস্থান বা এ–সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিআইএর যে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম সেথ। জেং যখন রোমে ছিলেন, তখন বিভিন্ন স্থানে রাতের খাবার খাওয়া, বেড়াতে যাওয়া ও গানের অনুষ্ঠানে যাওয়ার মাধ্যমে তাঁর সঙ্গে ‘বন্ধুত্ব’ গড়ে তোলেন সেথ।

জেংয়ের মামলাটি চীনের রাষ্ট্রীয় কৌঁসুলিদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল টাইমস। তবে এ বিষয় নিয়ে জানতে চেয়েও বেইজিংয়ে মার্কিন দূতাবাসের সাড়া পাওয়া যায়নি।