ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সাঁথিয়া: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, 'তরুন সমাজ স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তাঁরা ধূমপান ও মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলবে। সুস্থ সমাজ গড়তে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। শোকের মাসে গোপিনাথপুর ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। শোককে শক্তিতে রুপান্তর করতে হবে। সুস্থ মানবসম্পদই রাষ্ট্র পরিচালনা করবে এবং স্মার্ট বাংলাদেশ গঠন করবে।'

শুক্রবার পাবনার সাঁথিয়া গোপিনাথপুর ফুটবল মাঠ প্রাঙ্গণে জিকেএস মর্নিং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামসুল হক টুকু আরও বলেন, 'আগস্ট মাস বাঙালি জাতির রক্তক্ষরণের মাস। কারন এই মাসে পাকিস্থানী হানাদার বাহিনীর দোসর রাজাকার, আল বদর, আল শামসেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকান্ডের উদ্দেশ্য কেবল একটি পরিবারকে নিঃশেষ করাই ছিলো না, বরং স্বাধীন বাংলাদেশের উন্নয়নকে বন্ধ করে দেয়া এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে পেছনে টেনে ধরার প্রয়াস ছিলো। তাই আগামী নির্বাচনে এই অপশক্তিকে রুখে দিতে হবে।'

এর আগে ডেপুটি স্পিকার জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শোকাবহ আগস্টের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।

আব্দুস ছালাম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মাসুদ হোসেন, সাঁথিয়া পৌরসভা মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ মিরাজুল ইসলাম প্রামানিক, জোড়াগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।