বিএনপি-জামায়াতের নীল নকশা বাস্তবায়ন হবে না: লিটন

স্মরণ সভায় বক্তব্য দেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে নগরীর জয় বাংলা চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বাংলার মাটিতে বিএনপি-জামায়াতের নীলনকশা ক্ষমতায় বসে তারা জনগণের সম্পদ লুণ্ঠন করবে, দেশকে শোষণ করবে, সেটি আর কখনো বাস্তবায়ন হবে না। এটি আমরা হতে দেব না।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা যারা স্বাধীনতার পক্ষের মানুষ, আমাদের মধ্যে অনেকেরই পূর্বপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তাঁদের কেউ ফিরে এসেছেন, আবার কেউ আর আসেননি। আমাদের রক্তের মধ্যে সেই চেতনা আছে।’

জাতীয় শোক দিবস স্মরণে রাজশাহীর বোয়ালিয়া (পূর্ব ও পশ্চিম) থানা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে নগরীর জয় বাংলা চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা দীর্ঘদিন বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের বারবার নির্বাচনে আসার জন্য বলেছেন। নির্বাচন কমিশনও বলেছে, নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের রায় দেন, তাহলে ক্ষমতায় যাবেন। আপনারা নির্বাচনে আসবেন না, আসার আগে শর্ত দেবেন, আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, কেয়ারটেকার সরকার দিতে হবে, যে কেয়ারটেকার সরকার পাকিস্তান ছাড়া আর কোথাও তেমন দেখা যাচ্ছে না। তারা তো পাকিস্তানের মতো করে কথা বলবেই, কারণ তাদের ভালোবাসার দেশতো পাকিস্তান, তাদের আদর্শের দেশ তো পাকিস্তান।’

পাকিস্তান ১৯৭১ সালে দেশের মানুষকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ‘এসব পাপে পাকিস্তান আজ নিজেই দগ্ধ হচ্ছে, পাকিস্তানের অর্থনীতি বলতে কিছু নেই, ধার-ভিক্ষা করে চলছে। সেই পাকিস্তানের পেছনে যারা কাতারবদ্ধ হয় তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নেই।’

মেয়র আরও বলেন, ‘জাতির পিতার ডাকে বাংলাদেশের মানুষ ১৯৭০ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। তারই পথ বেয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ” বাঙালি হাতে অস্ত্র নিয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। আমরা সেই জাতি নই, যারা মাথা নত করে সব কথা মেনে নিব।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে, সেটি আমাদের জনগণ, আমাদের সংবিধান, আমাদের উচ্চ আদালত নির্ধারণ করে দেবে এবং সেইভাবে নির্বাচন হয়েছে, আগামীতে হবে।’

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার।

বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। সভা সঞ্চালনা করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।

স্মরণ সভায় দলের নেতাকর্মী ও সমর্থকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন