অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে গৃহবধূকে নির্যাতন, গ্রেপ্তার ৩

নওগাঁ জেলার মানচিত্র

প্রতিনিধি জয়পুরহাট:  নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ভূক্তভোগী ওই গৃহবধূ সোমবার রাতে বদলগাছি থানায় মামলাটি করেন।

এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ সোমবার রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করেছে। বদলগাছি থানার ওসি মোহাম্মদ আতিয়ার রহমান মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া তিনজন হলেন গয়েশপুর বাঁশপাড়া গ্রামের বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪৫) ও ধামইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের ভবেস পাহানকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওই গৃহবধূর বিচারের উদ্যোগ নেয় স্থানীয় লোকজন। এ ঘটনাটি গৃহবধূর মা জানতে পেরে ১৫ দিন আগে মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। তিনি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে সেখান থেকে নিজেদের বাড়ি ধামইরহাটে চলে যান। ২৬ আগস্ট ওই গৃহবধূর শাশুড়ি তাঁদের বাবার বাড়িতে গিয়ে তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। এরপর সমাজপতিরা অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে ওই গৃহবধূকে সমাজচ্যুত করার পরিকল্পনা করেন।

ওই পরিকল্পনার অংশ হিসেবে সোমবার সকাল ৯টার দিকে সমাজপতিরা ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে আসেন। সমাজপতি ও তাঁদের লোকজনেরা জোর করে গৃহবধূর চুল কেটে তাঁকে ন্যাড়া করে দেন। এরপর তাঁরা তাঁর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে দেন। গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে এলে সমাজপতিরা তাঁকে ভয়-ভীতি ও প্রাণনাশের দিয়ে চলে যান।

ওই গৃহবধূ বলেন, ‘আমার সঙ্গে কারও অনৈতিক সর্ম্পক নেই। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছেন।’

 বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তিনজন আসামিকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছে। ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।