গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, গৃহবধূর মৃত্যু

লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি আদমদীঘ: বগুড়ার আদমদীঘিতে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিদগ্ধ হওয়া রিতা বাশফোঁর (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আদমদীঘি উপজেলার চরকতলা গ্রামের সোহেল বাশফোঁরের স্ত্রী।

গত শুক্রবার রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছিলেন তিনি।

আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা যায়, চড়কতলা এলাকার নিজ বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিদগ্ধ হন রিতা। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে হস্তান্তর করে। চার দিন পর গত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, রিতা নামের ওই গৃহবধূ রান্না করার সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন লাগে। তিনি আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।