রাবিতে প্রফেসর সরকার সুজিতকুমার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল | ছবি: পদ্মা ট্রিবিউন

সংবাদদাতা রাবি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর সরকার সুজিতকুমার স্মৃতি আন্তবর্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইবলিস চত্বর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়।

খেলায় অনিরুদ্ধ-৬৫ দলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে প্রদীপ্ত-৬৩। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাকিল হাসান, সর্বোচ্চ গোলদাতা রানা হামিদ, সেরা গোলরক্ষক সোহাগ রানা, ম্যান অব দ্য ফাইনাল মামুন হোসেন, উদীয়মান খেলোয়াড় বাপ্পী মণ্ডল এবং সেরা ধারাভাষ্যকারের পুরস্কার জিতেছেন রিপন চন্দ্র রায়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের ক্রীড়া উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক গৌতম দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মানিকুল ইসলাম, ড. সুমাইয়া খানম, ড. মাহমুদা আক্তার এবং সহকারী অধ্যাপক সুপ্রিয়া রানি দাস।

এর আগে গত ১৩ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালে ওঠে প্রদীপ্ত-৬৩, নৈঋদ্ধ-৬৪, অনিরুদ্ধ-৬৫ ও প্রয়াস-৬৬। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে প্রয়াস-৬৬ দলকে ৪-২ ব্যবধানে হারায় অনিরুদ্ধ-৬৫ এবং ৩-০ গোলের ব্যবধানে নৈঋদ্ধ-৬৪ দলকে হারিয়ে ফাইনালে ওঠে প্রদীপ্ত-৬৩।