বিড়াল হারিয়ে যাওয়ার পর রাজশাহী নগরে এই পোস্টার সাঁটানো হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি রাজশাহী: বছর চারেক আগের কথা। বিড়ালছানাটি ছিল খুবই অসুস্থ। রাজশাহী নগরের সাগরপাড়া এলাকা থেকে ছোট্ট ছানাটিকে বাড়িতে নিয়ে যান তাপসী রাবেয়া। সেবা-শুশ্রূষা করে সুস্থ করে তোলেন তিনি। বিড়ালটির নাম দেন ‘টুলটুলি’। এত দিন সে আদরযত্নেই ছিল। মাস দুয়েক আগে হঠাৎ বিড়ালটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও টুলটুলির সন্ধান পাওয়া যায়নি। বিড়ালটিকে খুঁজে পেতে নগরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন তাপসী রাবেয়া। কেউ বিড়ালটিকে খুঁজে দিলে দুই হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি।
এ সম্পর্কে তাপসী রাবেয়া (২৭) বলেন, ‘টুলটুলিকে হারানোর কষ্ট থেকেই পোস্টার ছাপিয়েছি। কত স্মৃতি বিড়ালটির সঙ্গে। নইলে কি আর কেউ এ রকম করে পোস্টার ছাপায়?’
ওই পোস্টারে তাপসী রাবেয়া লিখেছেন, ‘কিছুদিন আগে আমার বিড়ালটি রাজশাহী নগরের রাজারহাতা শাহি মসজিদ এলাকায় নতুন বাসা থেকে হারিয়ে যায়। হারানোর সময় বিড়ালের গলায় সবুজ রঙের একটি বেল্ট ছিল। বিড়ালটিকে টুলটুলি বলে ডাকলে সাড়া দেয়। বিড়ালটিকে শেষবার রাণীবাজারের মাদ্রাসা মার্কেট এলাকার একটি বাসায় দেখা যায়। কিন্তু তখন তাকে ধরা যায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বিড়ালটির খোঁজ দিতে পারলে দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।’
বিড়ালটি হারিয়ে যাওয়ার পর রাজশাহীর ফেসবুকভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজে তাপসী রাবেয়া পোস্ট দিয়েছেন। একটি জায়গায় তিনি লিখেছেন, ‘প্লিজ রাজশাহীবাসী, আমার বোবা প্রাণ বাচ্চাটাকে খুঁজে পেতে সাহায্য করুন। আপনাদের আশপাশে একটু খেয়াল করে দেখেন প্লিজ আমার বিড়ালটাকে একটু দেখতে পান কি না। আমার খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া থাকতে। আমার বাচ্চাটা কোথায় আছে, কেমন আছে, কী খাচ্ছে, এই চিন্তায় আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। আমার বাচ্চাটাকে ছাড়া আমি একমুহূর্ত ভালো নেই। প্রচণ্ড রকমের কষ্ট পাচ্ছি। আমার বোবা বাচ্চাটাও হয়তো আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমার সন্তানসমতুল্য বিড়ালটাকে খুঁজে পেতে সাহায্য করুন সবাই।’
তাপসী রাবেয়া জানান, তাঁরা আগে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় থাকতেন। সেখানেই চার বছর আগে তিনি বিড়ালটিকে খুঁজে পান। তখন ছোট্ট বিড়ালটি খুব অসুস্থ ছিল। পরে তিনি বিড়ালটিকে নিয়ে সুস্থ করে তোলেন। পোষা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র রাজশাহী কিটিক্যাটে মাঝেমধ্যেই চিকিৎসা করাতেন। নিয়মিত ভ্যাকসিন দিতেন। দুই মাস আগে তাঁরা রাজারহাতা এলাকায় নতুন বাসায় ওঠেন। তারপর সেখান থেকে বিড়ালটি হারিয়ে যায়।
তাপসী রাবেয়া বলেন, ‘জানি না বিড়ালটা কোথায় আছে, কী হালে আছে। কষ্ট পাচ্ছি বলেই এ রকম পোস্টার ছাপিয়েছি। তা না হলে কেউ কি বিড়ালের জন্য এমন পোস্টার ছাপায়? কিন্তু কষ্ট লাগছে, পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।’
রাজশাহী কিটিক্যাটের পরিচালক প্রসেনজিৎ কুমার বলেন, বিড়ালটি হারিয়ে গেছে অনেক দিন হয়ে গেছে। ফেসবুক পেজ থেকে তিনিও তিনবার পোস্ট করেছেন। বিড়ালের মালিক অনেক খোঁজাখুঁজি করছেন। বিড়ালের প্রতি তাঁর অনেক আবেগ।