নীলক্ষেত ছাড়লেন শিক্ষার্থীরা, দিনভর দুর্ভোগ মানুষের

নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিলের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা, ২৭ আগস্ট | ছবি: পদ্মা ট্রিবিউন 

নিজস্ব প্রতিবেদক: সাড়ে ছয় ঘণ্টা অবরোধ করে রাখার পর রাজধানীর নীলক্ষেত মোড়ের রাস্তা ছেড়ে দিয়েছেন ঢাকার সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার দিকে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যায় কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়ে দেন তাঁরা।

এদিকে শিক্ষার্থীদের এ অবরোধে দিনভর আজিমপুর–সায়েন্স ল্যাব অভিমুখী ব্যস্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন লোকজন। আর গরমে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে আটজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা নিয়ে সবাই বাসায় ফিরেছেন।

নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগ দেওয়ার দাবিতে কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ২২ আগস্টও তাঁরা নীলক্ষেত মোড় অবরোধ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থাকাকালে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ২.৫০ এর নিচে পেলেও তাঁদের পরবর্তী বর্ষে উন্নীত হওয়ার সুযোগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর পরবর্তী বর্ষে উন্নীত হতে ন্যূনতম সিজিপিএ–২.৫০ নির্ধারণ করা হলেও তা বর্ষভেদে ভিন্ন। আবার ফলাফল অনেক দেরিতে দেওয়ায় অনুত্তীর্ণ হলে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। এতে এক বছর পিছিয়ে যেতে হয় তাঁদের।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র দাবি করা মোখলেসুর রহমান বলেন, ‘দাবির মুখে কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করেছে। আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামব আমরা।’

শিক্ষার্থীদের দাবির বিষয়ে সাত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইডেন কলেজের অধ্যাপক সুরাইয়া আক্তার আজ দুপুরে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের ছয়টি দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। তারা এখন যে দাবি করছে, সে বিষয়ে আমরা মঙ্গলবার সভায় সিদ্ধান্ত নেব।’

এদিকে রাজধানীর ব্যস্ত নীলক্ষেত মোড় অবরোধ করায় সেখানকার সড়কগুলোতে যান চলাচল ভীষণভাবে ব্যাহত হয়। এতে আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। বিকেলের দিকে বৃষ্টি নামলেও সড়ক থেকে সরেননি আন্দোলনকারীরা। অবশ্য সন্ধ্যা সাতটার আগ দিয়ে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।