এক শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হচ্ছে।  সোমবার বিকেল | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে উচ্চ শিক্ষাবৃত্তি ও প্রবীণদের ভাতা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান এ শিক্ষাবৃত্তি ও ভাতা প্রদান করেন আয়োজন করা হয়। 

এ উপলক্ষে ফাউন্ডেশনের মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

প্রতিষ্ঠানের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টিম রাহসিন কবির। 

অতিথিদের সাথে উপহার দেওয়া গাছের চারা হাতে শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রান, প্রতিষ্ঠানের উপদেষ্টা ফৌজিয়া মঞ্জুর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শফিকুল ইসলাম, এলাকার বিশিষ্টজন আবুল কালাম আজাদ সরদার প্রমুখ। 

অনুষ্ঠানে ৮০ জন প্রবীণ ব্যক্তিকে ৮১ হাজার ৫০০ এবং ৩ জন শিক্ষার্থীকে ৪২ হাজারসহ মোট এক লাখ ২৩ হাজার ৫০০ টাকার বৃত্তি ও ভাতা প্রদান করা হয়। 

এর আগে সকালে চরমিরকামারী শাখায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানের  বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শফিকুল ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন