করোনার টিকা পেতে সুরক্ষা অ্যাপ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন আইসিটি অধিদপ্তর সুরক্ষা ওয়েবসাইটটি তৈরি করেছে। তারাই এটি দেখভালের দায়িত্বে রয়েছে। আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এ এম রফিকুন্নবী বলেন, আজ বেলা তিনটার দিকে সুরক্ষা ওয়েবসাইট চালু করা হয়েছে।

ওয়েবসাইটটি বন্ধ রাখা প্রসঙ্গে আইসিটি অধিদপ্তর জানিয়েছিল, ওয়েবসাইটটির বিষয়ে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সরকারি সংস্থা বিজিডি ই-গভ সার্ট থেকে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল। তা নিয়ে কাজ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন (এসকিউটিসি) সেন্টারে সুরক্ষা ওয়েবসাইটের মান পর্যালোচনা করা হয়েছে।

ওয়েবসাইটটি বন্ধ রাখা প্রসঙ্গে আইসিটি অধিদপ্তর জানিয়েছিল, ওয়েবসাইটটির বিষয়ে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সরকারি সংস্থা বিজিডি ই-গভ সার্ট থেকে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল। তা নিয়ে কাজ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন (এসকিউটিসি) সেন্টারে সুরক্ষা ওয়েবসাইটের মান পর্যালোচনা করা হয়েছে।